হংকংয়ের দুই হাজার ইউনিটের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় একটি বৃহৎ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক এলাকার একাধিক উঁচু ভবনে এই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও জরুরি সেবা বিভাগ একযোগে কাজ করছে।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানায়, অনেক বাসিন্দা এখনো ভবনের ভেতরে আটকা রয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করা, দরজা–জানালা বন্ধ রাখা এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। সংশ্লিষ্ট টাওয়ারগুলোর বাইরের দিকে বাঁশের ভারা (বাঁশের স্ক্যাফোল্ডিং) থাকায় আগুন নিচতলা থেকে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম আগুন লাগে ওয়াং চিওং হাউসে। দুপুর ২টা ৫২ মিনিটে পুলিশ আগুন লাগার খবর পায়। একটু পরেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবন—ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউসে।

আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে।