ইমরান খানের মৃত্যুর গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন আদিয়ালা কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সভাপতি ইমরান খানের কারাবাস সম্পর্কিত গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আদিয়ালা কারাগারের কর্তৃপক্ষ।
গুজবের দাবি ছিল যে ইমরান খানকে কারাগার থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তিনি এখনও আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, “কারাগার থেকে তাকে সরানো হয়েছে” এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা। ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও জানিয়েছেন, ইমরান খান কারাবাসে আগের তুলনায় আরামদায়ক অবস্থায় আছেন। তার জন্য পর্যাপ্ত খাবার, টেলিভিশন এবং ব্যায়াম করার মেশিন সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, ইমরান খানের জন্য ডাবল বেড এবং মখমলের গদি রাখা হয়েছে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, “ইমরান খান একমাত্র অপরাধী ছিলেন না। যারা তাকে ক্ষমতায় এনেছিল, তারা আরও বড় অপরাধী।” ২০২৪ সালের নির্বাচনের পর পিএমএল-এন ক্ষমতায় আসার পর নওয়াজ নীচু প্রোফাইলে থাকলেও তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলার মুখোমুখি হয়ে আদিয়ালা কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০১৮ সালের নির্বাচনে পিটিআই পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছিল, ২৭০ আসনের মধ্যে ১১৫টি আসন লাভ করে।





