মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার। রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, তারা সন্দেহ করছেন যে এই হামলার পেছনে ইউক্রেনের স্পেশাল সার্ভিসের হাত থাকতে পারে। 

প্রাথমিকভাবে জানা গেছে, শহরের দক্ষিণাংশে সংঘটিত বিস্ফোরণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। পরে তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করেন। তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। 

আরও পড়ুন: গ্রিসের গাভদোস উপকূলে উদ্ধার ৫৩৯ অভিবাসী, ৪৩৭ জনই বাংলাদেশি

তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাজ কি না- তদন্তের সময় সে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। কারণ, এর আগেও কিয়েভের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের নজির আছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯০ এর দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুতে দক্ষিণ রাশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন সারভারভ। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৬ সালে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের দায়িত্ব পান। সূত্র: আরটি ও বিবিসির

আরও পড়ুন: প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী নারী যাচ্ছেন মহাকাশে