মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১০

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্রিসমাসের আগের রাতে মেক্সিকোর পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ভেরাক্রুজের জোন্টেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামের দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা ব্যবসায়ীদের

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। 

জোন্টেকোমাতলান পৌরসভার মেয়র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পৌর কর্তৃপক্ষ দুর্ঘটনায় আহত ৩২ জনের একটি তালিকাও প্রকাশ করেছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে, বিশেষ করে বাস ও ট্রাক দুর্ঘটনার ঘটনা প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। দেশটির কর্তৃপক্ষের মতে, এসব দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি ও যান্ত্রিক ত্রুটি প্রধান কারণ হিসেবে কাজ করে।

এর আগে গত নভেম্বর মাসের শেষ দিকে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।