শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে বুধবার সকালের দিকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৭।

ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল)। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,, তীব্রতা বেশ কিছু অঞ্চলে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইন ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পের ঘটনা নিয়মিত। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের