২টি কিডনি নষ্ট: বগুড়ার আব্দুল করিম বাঁচতে চায়

Shakil
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২২ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২২

বগুড়ার কাহালু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল করিম আকন্দের ২টি কিডনি নষ্ট হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি কিডনি জটিলতায় ভূগছেন। জীবন বাঁচাতে তার শরীরে অন্তত ১টি কিডনি দ্রুত প্রতিস্থাপনের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য অনেক টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য তিনি সমাজের বৃত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। এ ব্যবসায় তিনি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়ে বতর্মানে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। কাহালুর ধাওয়া পাড়া গ্রামে নিজ বাড়িতে পরিবার নিয়ে তিনি মানবেতার জীবন যাপন করছেন। তার পরিবারের পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি তার বন্ধু -বান্ধব, শুভকাংখি ও সমাজের সহৃদয় বিত্তবান ব্যক্তি গনের নিকট আথির্ক সাহায্যের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: বাড়ি থেকে বের করে দেওয়া শাকিলা বেগমের ঠাঁই বৃদ্ধাশ্রমে

সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ আব্দুল করিম আকন্দ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ উত্তরা শাখা, হিসাব নং এম,এস,এ -২০৫০২০৭০২০০৫৬৫৪১৭।