আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর

আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণ এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ অক্টোবর) রাতে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষা এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে বার কাউন্সিল থেকে নোটিশ জারি হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট
গতবারের এমসিকিউ পরীক্ষায় প্রায় ৫০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পর্যায়ক্রমে তিন ধাপ পরীক্ষা শেষে ৫ হাজার ৩০০ শিক্ষার্থী আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হন।
মূলত, তিন ধাপের নৈর্ব্যত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের 'গোপন বৈঠকে' অংশ: মেজর সাদিকুলের স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি