মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার মার্কিন নাগরিক এনায়েত করিম রিমান্ডে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত সোমবার (১৫ সেপ্টেম্বর) মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সকালেই রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী মামলায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এনায়েত করিম গত শনিবার সকাল সাড়ে ১০টায় রমনা মডেল থানা পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার, মামলা নিষ্পত্তি বৃদ্ধির আশা