সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিকদের কলম বিরতি

স্বৈরাচার ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও আবার তৈরি হচ্ছে নব্য ফ্যাসিস্ট। তাদের উদ্দেশ্যে বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নেতা এস এম শাহিন বলেন সাংবাদিকদের কলম চলবেই, জনগণের টাকা দিয়ে বাড়ি গাড়ি তৈরি করবেন আর লিখলেই গলা চেপে ধরবেন এটা করার আর কেউ সাহস করবেন না। তাহলে সারা বাংলাদেশ অচল করে দিবো। ২০ মে মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর থানার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত সাংবাদিকদের সুরক্ষা আইন, তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কলম বিরতি ন্যায় নারায়ণগঞ্জ বন্দরের সাংবাদিকরা ও কলম বিরতি কর্মসূচি পালন করেন । সেই সাথে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর বন্দর কমিটির সাবেক সভাপতি ও বন্দর মডেল প্রেসক্লাব এর সভাপতি এবং সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহীন এসব কথা বলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কুদ্দুস রাসেল (জি কে) রাসেল তার বক্তব্যে বলেন আমাদের দেশে গণমাধ্যম কর্মীরা নানান ভাবে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত নারায়ণগঞ্জ রুপগঞ্জে সাংবাদিক এর উপরে হামলা, এবং সাংবাদিক জিসানের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে এগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তিনি প্রশাসনের উদ্দেশ্য করে বলেন আমাদের সাংবাদিক উপর যারা হামলা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন এবং কারো নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, মনে রাখবে সাংবাদিকদের কলম কারো কাছে মাথা নাত করে না,এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা ব্যবস্থা নিবেন কোন সাংবাদিকে হয়রানি করবেন না।
আরও পড়ুন: কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জি কে রাসেল এর আন্তরিক সহযোগিতায় কলম বিরতি কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মান্নান খাঁন বাদল। বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, বন্দর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নন্দিত টেলিভিশনের বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া, উজ্জীবিত বাংলাদেশ বন্দর প্রতিনিধি মো, শামীম , প্রতিদিনের নারায়ণগঞ্জ পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি মো. আবু সুফিয়ান, খবর ২৪ বার্তা সম্পাদক নাজমুল, নির্বাহী সম্পাদক দৈনিক আজকের বাংলাদেশ তাইজুল ইসলাম কাজল, অগ্রবানী প্রতিদিন নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শাহরিয়া প্রধান ইমন, দৈনিক দেশের আলো প্রতিকার বন্দর উপজেলা প্রতিনিধি মমতাজ,সাংবাদিক জিহাদ, সাংবাদিক প্রান্ত, চ্যানেল জিরোর ক্যামেরা পার্সন আকরাম, ভোরের লিখা অনলাইন পোর্টালের মনির হোসেন, আহম্মদ আলী ,কামরুল ইসলাম রিমন প্রমুখ।