রাজধানীতে দিনে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে

Shakil
বাংলাবাজার পত্রিকা
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার (১৭ অক্টোবর) এক থেকে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের সূচিতে এমনটিই দেখা গেছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ (১৭ অক্টোবর) ডিপিডিসির আওতাধীন বেশিরভাগ এলাকায় তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং করা হবে বলে তালিকায় দেখা গেছে। তবে শ্যামপুরের কয়েকটি স্থানে আট ঘণ্টা লোডশেডিং হতে পারে। তবে ঢাকা ও এর আশপাশের এলাকার বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠানই বলেছে, বিদ্যুৎ-বিভ্রাট ও পরিস্থিতির প্রেক্ষাপটে এ সূচির পরিবর্তন হতে পারে।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত হয় ১৮ জুলাই। ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং কার্যকর হয়।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

চলতি অক্টোবর থেকে লোডশেডিং কমবে বলে জানিয়েছিল সরকার, কিন্তু তা হয়নি। বরং লোডশেডিং আরও বেড়েছে। এ নিয়ে জনদুর্ভোগ বেড়েছে।