দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বুধবার
ফাইল ফটো
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডে নতুন মাত্রা যোগ হয়েছে গতকাল বুধবার। ইতিহাসের সর্বোচ্চ ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ রেকর্ড অর্জিত হলো।
বুধবার (১২ এপ্রিল) এ তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
পিডিবি জানায়, গত মঙ্গলবারের রেকর্ড ছাপিয়ে গেল বুধবারের উৎপাদন। বুধবার রাত ৯টার রিপোর্ট অনুযায়ী আজ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। যা দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।
এর আগে, গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। বুধবারের বিদ্যুৎ উৎপাদন সে রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: কমছে মোবাইল ফোনের দাম, যা জানালো এনবিআর





