সাজেকে আগুন লেগে পুড়ে ছাই দুই রিসোর্ট

Abid Rayhan Jaki
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৪৪ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ২ টি রিসোর্ট, একটি বাড়ি এবং একটি দোকান।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি মধ্যরাতে কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টে প্রথম আগুন লাগে যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্ট ,দোকান এবং বসতঘরে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

প্রত্যক্ষদর্শীরা জানান, কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয় লোকজন আগুন পোহানোর সময় আগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে ধারনা করা হচ্ছে ।


আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রিসোর্ট-রেস্তোরাঁ মালিক-কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় ব্যবস্থাপনায়  রাত ২টার দিকে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

রিসোর্টের পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ।

আগুনে ২টি রিসোর্ট একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ,সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, 

মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়।

অবশ্য পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।