চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৪ | আপডেট: ১০:০২ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।  

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বেলা ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। বেলা ১টা ৮ মিনিটে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।