ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

ছবিঃ সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে আগামী ২৫ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এ কথা জানান।
আরও পড়ুন: তিন দিনের সফর শেষে কুয়ালালামপুর থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস
তিনি বলেন, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ এবং ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ বিক্রি হবে।