বঙ্গবন্ধু বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তিনি (বঙ্গবন্ধু) আমাদের মাঝে নেই, কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সকল সংকটে আমাদের চলার পথে থাকবেন। তিনি বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর, পাথেয় হয়ে থাকবেন।
রোববার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর সকালে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের।
আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ’ মন্তব্য করে কাদের বলেন, তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনো দিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবে। আজকে আমরা শপথ নিই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাব। আজকে আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠন করা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।





