পুলিশের মধ্যস্থতায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ০৪ মে ২০২৪ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ০৪ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় দুই ঘণ্টা অবরোধের পর রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা।মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য তারা অপেক্ষা করছেন। পুলিশের হস্তক্ষেপে শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, বিনা নোটিশে বনানীর অ্যাপারেল গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়। এরপর সকালে কাজে এসে শ্রমিকরা বন্ধ দেখতে পেয়ে ক্ষোভে সড়কে নেমে অবস্থান করেন। পরে তাদের বুঝিয়ে রেললাইন ও আশেপাশের এলাকায় সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টা

এর আগে শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে তারা এই অবস্থান নেন। এতে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ৯টার দিকে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে পাশে রেললাইনে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, পোশাক কারখানা কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে বন্ধের নোটিশ লাগিয়ে দেয়। কুরবানির আগে এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ তারা। তাদের দাবি, তিন মাসের বেতন আর কুরবানি ঈদের বোনাস মালিককে দিতে হবে। তবে বিনা নোটিশে কেন গার্মেন্টস বন্ধ করা হলো এর কোনো উত্তর দিতে পারেননি কারখানা কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা দরকার সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব

এদিকে, দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকরা।