নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাচনে এমপি রঞ্জিতের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ২২ মে ২০২৪ | আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন, ২২ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। আগামী ৫ই জুন নির্বাচন উপজেলায় অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যের প্রভাব বিস্তার কে কেন্দ্র করে দুর্গম হাওর বিস্তৃত এই উপজেলায় নির্বাচনের অবাধ সুষ্ঠু পরিবেশ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।  সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা থেকে চারটি ইউনিয়ন নিয়ে ২০২২ সালের জোনে মধ্যনগর উপজেলা পরিষদ গঠন করা হয়। পরিষদ ছাড়াই এতদিন চলছে উপজেলার কার্যক্রম। 

এবার উপজেলা পরিষদ নির্বাচনের শেষধাপে ৫ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারীবাদ চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী অংশগ্রহণ করছেন। নির্বাচনে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি প্রবীর বিজয়, সজন কান্তি তালুকদার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সমাজসেবক আব্দুর রাজ্জাক ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

স্থানীয় প্রাপ্তি ও সমর্থকদের সূত্র জানায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনপ্রতিনিতা করলেও মূল প্রতিযোগিতা হবে ত্রিমুখী। সমাজসেবক আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় প্রচারণা ও সমর্থনে এগিয়ে থাকলেও আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিনের পক্ষে স্থানীয় সংসদ সদস্য প্রচারণায় অংশ নিয়েছেন। প্রাপ্তি সমর্থকদের অভিযোগ এমপি রঞ্জিত চন্দ্র সরকার স্থানীয় প্রশাসন পুলিশ ও ইউ পি চেয়ারম্যান মেম্বারদের গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করতে বাধ্য করছেন। 

এমপি সরকারি সুযোগ সুবিধার হুমকি-ধমকি দিয়ে জনপ্রতিনিধি ও সরকারি চাকরিজীবী নেতা কর্মীদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিচ্ছেন।অন্যতায় সরকারি সাহায্য, দলীয় পদ সহ সরকারি প্রভাবে হয়রানীর হুমকি দেয়া হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য এলাকায় এসে গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার জন্য এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে তার সমর্থকরা। ফলে এলাকায় প্রাপ্তি সমর্থকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া নিয়ে ভোটাররা শংকিত।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

নির্বাচনে প্রভাব বিস্তার ও প্রচারণায় পছন্দের প্রার্থীর পক্ষে অংশ নেয়ার বিষয়ে সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার জানান আমি এলাকার নির্বাচিত এমপি হিসেবে এলাকার যেখানেই উন্নয়ন কর্মকান্ড বা মানুষের প্রয়োজন হয় আমি সেখানে যাব। নির্বাচনে আইনে এতে কোন বাধা নাই। আমার দলের পার্থক্যে আমার কাজ করতে কোন আইনগত বাধা নেই।