এমপি আনারের দেহাংশ খোঁজে তল্লাশি অব্যাহত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২৯ মে ২০২৪ | আপডেট: ১২:০৯ অপরাহ্ন, ২৯ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশ, বিশেষ করে মাথার খোঁজে, কলকাতার পুলিশ তল্লাশি অব্যাহত রেখেছে। বুধবার সকাল থেকে হাতিশালা ও বাগজোলা খালের কৃষ্ণমাটি এলাকায় সিআইডি ও নিউ টাউন থানার পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

সিআইডি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারদের বয়ান অনুযায়ী, সঞ্জীবা গার্ডেন্সের সেফটিক ট্যাংক থেকে মঙ্গলবার বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। তবে এমপি আনারের মাথা ও পোশাকের খোঁজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে ভারতের কলকাতা সফররত বাংলাদেশের গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিনকে ভারতে যাওয়ার জন্য বলা হয়েছে। সঞ্জীভা গার্ডেনসে পাওয়া মাংসের টুকরার ডিএনএ পরীক্ষার জন্যই তাকে ঢাকা হয়েছে। হারুন এমপি আনারের ভাইয়ের কথাও জানিয়েছিলেন।

কলকাতা পুলিশ সূত্র জানায়, ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় ডেকে পাঠানো হয়েছে আজিমের মেয়ে ও ভাইকে। বৃহস্পতিবার তাদের কলকাতা পৌঁছানোর কথা। যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে সেকঅন থেকে সংগ্রহ করা রক্তের নমুনা এবং সেফটি ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো থেকে নমুনা নিয়ে মেলানো হবে ডিএনএ।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

গত ১২ মে ঝিনাইদহর কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরেরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

গত ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেয়া হয় বিভিন্ন জায়গায়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয়া সিয়াম নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

আর ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংঘটক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ জানিয়েছেন, নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আনারের লাশ। পরে সেগুলো পলিথিনে ভরে ট্রলিতে করে নিয়ে পাবলিক টয়লেটসহ বিভিন্ন খালে ফেলে দেয়া হয়েছে।

মুম্বাই থেকে গ্রেপ্তার খুলনার বাসিন্দা কসাই জিহাদকে নিয়ে সোমবার খুনের ঘটনাস্থল কলকাতার সঞ্জীভা গার্ডেনসের ওই ফ্ল্যাট এবং একটি বর্জ্যখাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এর আগে জিহাদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কলকাতায় থাকা ডিবির সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

সোমবার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। এ সময় সঞ্জীভা গার্ডেনসের সেই ফ্ল্যাটে নেয়া হয় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে।

বাংলাদেশে গ্রেপ্তার তিনজনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে।

পরে কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জীভা গার্ডেনসের  ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ জানান ডিবির হারুন। পাশাপাশি হাতিশালা লেকও অনুসন্ধানের অনুরোধ করা হয়।