বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৪ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত কয়েকদিনের অস্থির পরিস্থিতির পর আগামীকাল বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি সব অফিস-আদালত স্বাভাবিক সময়সূচিতে ফিরছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। পরবর্তীতে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে অফিস-আদালত সীমিত পরিসরে চালু হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন করা হচ্ছে শেরেবাংলা নগরে

প্রথমদিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়।

শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।

আরও পড়ুন: জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়

নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়। সিদ্ধান্ত হয়, সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

অবশেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চালুর সিদ্ধান্ত গৃহীত হলো।