লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ দেশে আনা সম্ভব নয়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত মোহাম্মদ নিজামের বাড়িতে তার মৃত্যুর সংবাদে শোকের মাতম চলছে।
যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে আনা সম্ভব হবে না।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মরহুমের স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।
নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। মায়ের নাম- আনোয়ারা বেগম।
পরিবারের সদস্যরা জানান, দুই ভাই ও তিন বোনের মধ্যে নিজাম সবার ছোট। নিজামের যখন ছয় বছর তখন তার বাবা মারা যান। পরিবার ছিল অসচ্ছল। দীর্ঘ ১২ বছরেও নিজ বাড়িতে ফিরতে পারেননি তিনি। এরই মাঝে মারা যান তার মা। অবৈধভাবে প্রবাসে থাকায় মায়ের মরদেহও দেখতে পারেননি তিনি। এবার তিনি প্রবাসেই মৃত্যুবরণ করলেন।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।