ভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে ইইউ: ইসি সচিব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইইউয়ের গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন ইসির সিনিয়র সচিব।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ওনারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে। আমরা যেন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, সেই বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।”

আরও পড়ুন

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

আইন পর্যালোচনায় আজ বসছে ইসি, নজর ঐকমত্য কমিশনের দিকে

রাজনীতিতে নির্বাচনমুখী তৎপরতা

ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ

তিনি আরও বলেন, “তারা ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছেন।”

সার্বিক মতামত নিয়ে সফররত ইইউয়ের প্রতিনিধিদের আগামী সপ্তাহে দেশ ছাড়ার কথা রয়েছে।