সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা গেছে, মশাল মিছিলটি বনশ্রী এলাকার বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লক, ডি ব্লক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ছিনতাইকারীর ঠিকানা, বনশ্রীতে হবে না, আমার সোনার বাংলায়, চুরি-ডাকাতির ঠাঁই নাই, জ্বালো জ্বালো, আগুন জ্বালো— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া তাহসিন হক শাফিন বলেন, সারা দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। গতকাল আমাদের বনশ্রীতেও ছিনতাই ও গুলির ঘটনা ঘটেছে। এজন্য বনশ্রী এলাকার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মশাল মিছিল করছি।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে তিনটি মোটরসাইকেলে এসে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৩) পথরোধ করে তার কাছে থাকা স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনো চিকিৎসাধীন।