গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ৩:৫৩ পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সহায়তার হাত বাড়াবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) তিনি এক এক্স পোস্টে এ মন্তব্য করেন।

গুতেরেস তার পোস্টে বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনাদের সঙ্গে কাজ করবে।’

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

এর আগে, গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তারা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সেখানে, জাতিসংঘ মহাসচিব নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে, তারা উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

ইফতার শেষে, গুতেরেস ও ড. ইউনূস সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। সফরের দ্বিতীয় দিন সকালে জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।