মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণে রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহেনা এবং সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি বলেন, ‘সাত সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে, গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।’

এদিকে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির পৃথক ছয় মামলার অভিযোগপত্র দাখিলের ১৫ দিন পর ঢাকা মহনগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তিন ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে।