প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

রঈস উদ্দীন হত্যাকাণ্ডের বিচারসহ পাঁচ দফা দাবি

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ০৮ মে ২০২৫ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাওলানা রঈস উদ্দীন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চট্টগ্রামে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আটককৃত ২২জন নিরপরাধ নাগরিকের নিঃশর্ত মুক্তি প্রদান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা অ্যাডভোকেট রেজাউল ইসলামের উপর হামলাকারী সাংবাদিক নামধারী দুর্বৃত্তদের গ্রেফতার সহ ৫ দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের  স্মারকলিপি তুলে দেয়া হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্মারকলিপিতে যে সকল দাবি জানানো হয়েছে তা হলো -মাওলানা রঈস উদ্দীন হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে দণ্ডবিধি ৩০২, ১২০বি, ১৪৯ ও ৩৪ অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। মাওলানা রইস উদ্দীন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গ্রেফতারকৃত ২২ জন নাগরিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং গ্রেফতারের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে হামলাকারী ও তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলাকারী, অস্ত্র সরবরাহকারী, হামলার নির্দেশদাতাদের গ্রেফতারে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও অপতৎপরতা রুখে দিতে ব্যর্থ প্রমাণিত হওয়ায় সিএমপির দায়িত্বশীল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার কর্মকর্তাদের দায়িত্বহীনতা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখযুদ্ধা অ্যাডভোকেট রেজাউল ইসলামের উপর গত ১ লা মে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর সাংবাদিক নামধারী দুর্বৃত্তদের হামলার পর কোন মামলা নেয় নি পুলিশ। অতিসত্বর এই ঘটনায় জড়িত সাংবাদিকদের গ্রেফতার, ভুক্তভোগী আইনজীবী রেজাউল ইসলামকে আইনি সহায়তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিএমপির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো ফ্যাসিবাদী ও গণহত্যার উষ্কানিদাতাদের পুনর্বাসন করছে ; তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার পক্ষ থেকে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখ্য সংগঠক প্রান্ত বড়ুয়া, মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব আছির হামিম ইশমাম, সংগঠক তাওহীদ আলিফ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।