গরবিনী মা সম্মাননার ১ যুগ

ছবিঃ সংগৃহীত
রবিবার (১১ মে) বিশ্ব মা দিবস । এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ- গরবিনী মা সম্মাননা এ বছর এক যুগ পূর্তি উদযাপন করতে যাচ্ছে! বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২ জন গুণী ব্যক্তিদের মায়েদের এই সম্মাননা প্রদান করা হবে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের জেষ্ঠ্য উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন ।
এবছর- প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইন শৃংখলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় ( নারী ও পুরুষ) এবং বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবী শিক্ষার্থী সহ ১২ জন মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী