অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজি মতিউর রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ২৯ মে ২০২৫ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ৮ উপদেষ্টার বিরুদ্ধে সাত্তারের দুর্নীতির অভিযোগ দায়িত্বজ্ঞানহীন: মন্ত্রিপরিষদ সচিব

সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণ করেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে জনাব মো. মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি  মো. মতিউর রহমান শেখ তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সকল সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

জনাব মো. মতিউর রহমান শেখ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খাগড়াছড়ি, রাজবাড়ি, বগুড়া ও কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত আইজি হিসেবে  সিআইডি প্রধান ছিলেন । সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন তিনি।