আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স ও ম্যাগাজিন ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ২:৩০ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে থাকা বস্তুটি ‘একে-৪৭’ নয়, বরং এটি ছিল তার বৈধ অস্ত্রের একটি খালি ম্যাগাজিন। এটি ভুলবশত তার সঙ্গে থেকে গিয়েছিল।

সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস

জাহাঙ্গীর আলম বলেন, “অনেকে বলছে তিনি একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটি তার ব্যক্তিগত অস্ত্রের একটি খালি ম্যাগাজিন, যা ভুলে তার সঙ্গে থেকে গিয়েছিল। অনেক সময় এমন ভুল হয়, যেমন চশমা নিতে গিয়ে ভুল করে মোবাইল নিয়ে যাওয়া। এটি নিছক একটি ভুল ছিল। তিনি আগে জানলে কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।”

এ সময় আসিফ মাহমুদের বয়স ৩০ বছরের নিচে হওয়া সত্ত্বেও কীভাবে তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যেহেতু ওই আইনটা নিজে দেখিনি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।”

আরও পড়ুন: জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও প্রশ্ন ওঠে। দুটি স্ক্যানিং চেক পেরিয়ে যাওয়ার পর তৃতীয় দফায় ম্যাগাজিনটি শনাক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ধরুন আমার ভাই যদি কোনো গুরুত্বপূর্ণ নেতা হন, তিনি যখন ঢুকবেন তখন কিছুটা প্রিভিলেজ পেতে পারেন। কিন্তু এই প্রিভিলেজ যেন আর কারো ক্ষেত্রেও না হয়—সবার জন্য যেন আইন সমানভাবে প্রয়োগ হয়, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বৈঠকে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন পর্যন্ত এসব অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকির তথ্য নেই বলেও আশ্বস্ত করেন তিনি।