থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত, ভিডিও ভাইরাল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামসেন রোডে ভয়াবহ সড়ক ধস দেখা দিয়েছে। এতে করে ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট গভীর এবং ১০০ ফুট প্রস্থের একটি গর্ত তৈরি হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্যাংকক নগরীর দুসিত এলাকার ভাজিরা হাসপাতালের সামনে রেলস্টেশনের কাছে হঠাৎই রাস্তা দেবে যায়। ঘটনাস্থলের মাটি এখনো নড়ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, ফলে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদ
হাসপাতাল ও আশপাশের ভবনে প্রভাব: ভাজিরা হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হয়েছে প্রায় ৩,৫০০ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে গর্তের কাছাকাছি থাকা সামসেন থানার নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গর্তে পড়ে গেছে দুটি বৈদ্যুতিক খুঁটি ও একটি পুলিশ গাড়ি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গর্তের নিচে থাকা ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত, পানি সরবরাহ পাইপও ভেঙেছে।
আরও পড়ুন: গাজায় একতরফা গণহত্যা চলছে: জাতিসংঘে এরদোয়ান
ব্যাংকক গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানিয়েছেন, গর্তটি সম্ভবত ম্যাস র্যাপিড ট্রানজিটের নতুন লাইন নির্মাণের সময় টানেল ধসে পড়ে তৈরি হয়েছে। মাটির স্তর প্রথমে টানেলের দিকে সরে যায়, এরপর ধস নামে।
স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে, বৃষ্টি হলে গর্ত আরও বড় হয়ে যেতে পারে। এ বিষয়ে সম্ভাব্য ব্যবস্থা গ্রহণে আলোচনায় বসেছে নগর প্রশাসন। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, সড়ক ও টানেল সম্পূর্ণ মেরামত করতে অন্তত এক বছর সময় লাগবে। সূত্র: গলফ নিউজ