পরিবারের লোকদের ঘরে আটকে রেখে বাহিরে যুবককে কুপিয়ে হত্যা

Sadek Ali
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসিরনগরে ঘরের দরজায় শিকল দিয়ে পরিবারের সদস্যদের আটকে রেখে  ঘরের পাশেই রাতের আঁধারে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে এক চা দোকানদারকে ।

ঘটনাটি  ঘটেছে  ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১২.৩০ সময়ে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে। বড়হাটি এলাকায় জনৈক শফিক মিয়ার ছেলে  রহমান মিয়া (২৮) চা দোকানদারী করেন গ্রামের সামনে রাস্তার পাশের  ঈদগাহ সংলগ্ন সড়ক বাজারে। একটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো  রাত প্রায় ৯.০০ টার দিকে  দোকান বন্ধ করে রহমান মিয়া  বাড়ি ফিরে গভীর রাত পযন্ত  একটি পারিবারিক মিটিং শেষ করে গোষ্টির লোকদের এগিয়ে দিয়ে এসে   স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে  বাইরে  গেলে  বাহির থেকে তার ঘরের শিকল আটকে দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজ ঘরের পাশে রাস্তায়  রহমানকে এলোপাতারি কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে চলে যায় দুস্কৃতিকারীরা । স্ত্রীর ও পরিবারের লোকজনের  চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । রাত প্রায় ২.০০ সময়  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ দৈনিক বাংলাবাজার পত্রিকা কে জানান,” নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখনো মামলা হয়নি  তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”


আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা