সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদ

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ-কে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। মসজিদে হারাম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। দ্য নিউ আরব-এর এক প্রতিবেদনে জানানো হয়, পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পর এই গুরুত্বপূর্ণ পদে ড. শায়খ সালেহকে নিযুক্ত করা হয়।
নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগের আগে শায়খ সালেহ ছিলেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতি। তিনি একজন শীর্ষ ইসলামি চিন্তাবিদ, বিচারক ও শিক্ষাবিদ হিসেবেও পরিচিত।
আরও পড়ুন: থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত, ভিডিও ভাইরাল
১৯৯৩ সাল থেকে সৌদি আরবের মজলিস আল শুরা'র সদস্য। ২০০২–২০০৯ পর্যন্ত ছিলেন এই পরিষদের স্পিকার। বর্তমানে মক্কার মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি, জেদ্দার সভাপতি।মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য। ২০১৬ সালে "কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার" অর্জন করেন ইসলামিক সেবায় অবদানের জন্য।
ড. শায়খ সালেহের চার দশকের বেশি সময় ধরে ইসলামী নেতৃত্ব ও বিচার ব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ,এবারের হজের খুতবা প্রদানে তার দক্ষতা, ও ধর্মীয় আইনশাস্ত্রে তার গভীর জ্ঞান তাকে গ্র্যান্ড মুফতির জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী করে তোলে।