বিজিবি'র অভিযানে প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশকে চোরাচালান ও মাদকমুক্ত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলস ও আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করছে। সম্প্রতি ৫৫ বিজিবি ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন পণ্য আটক করতে ৮টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, চশমা, কসমেটিকস সামগ্রী, থ্রি-পিস, সানগ্লাস, ব্লাউজ, শাড়ি, হিমায়িত গরুর মাংস এবং বাইসাইকেল ইত্যাদি পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানি পণ্য বহন করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহলদল তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি মিনি পিকআপ বিজিবির টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহলদল পিকআপটিকে থামার সংকেত দিলে বিজিবি'র উপস্থিতি বুঝতে পেরে চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহলদল পিকআপটি তল্লাশি করে ভারত হতে অবৈধপথে আসা হিমায়িত গরুর মাংস জব্দ করে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এছাড়াও, ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহলদল কর্তৃক পৃথক ০৩ টি আকস্মিক অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস এবং পরিবহণ কাজে ব্যবহৃত বাই সাইকেল আটক করা হয়। আটককৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬২ লক্ষ ৩৬ হাজার ৪২০ টাকা।
পাশাপাশি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি'তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, রেডিমেড ব্লাউজ পিস এবং শাড়ি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭১ লক্ষ ৮১ হাজার ১২৫ টাকা।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।
জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
একই সঙ্গে মাদক চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে হবিগঞ্জ বিজিবি।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭ কোটি ২০ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।