সচিবালয় ও যমুনার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ

জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সচিবালয় ও যমুনা পার্শ্ববর্তী এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ০৯ জুলাই ২০২৫, বুধবার থেকে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—বাংলাদেশ সচিবালয় ও তার সংলগ্ন এলাকা, মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' এবং এর আশেপাশের অঞ্চল, যেমন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং-এর মধ্যবর্তী এলাকাসমূহ।
এ নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মিছিল, শোভাযাত্রা, অবস্থান ধর্মঘটসহ যেকোনো ধরণের গণজমায়েত আইনতভাবে নিষিদ্ধ থাকবে।
আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে
ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।