ইসলামী ব্যাংক চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১৪ জুলাই) দেশের সব ব্যাংকে পাঠানো চিঠিতে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তলব করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্ত্রী মরজিনা বেগম, মুনমুন মাসুদ, ছেলে জুনুন সাফোয়ান, জুনায়েদ জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নওমি।
আরও পড়ুন: ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে বাংলাদেশ, আশ্রয় দিচ্ছে ১৩ লাখ রোহিঙ্গাকে
বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের নামে বা স্বার্থসংশ্লিষ্ট কোনো নামে পরিচালিত ব্যাংক হিসাব, হিসাব খোলার ফরম, হালনাগাদ বিবরণী, সঞ্চয়পত্র, বন্ড, লকার সার্ভিস, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, স্টুডেন্ট ফাইল, গিফট কার্ডসহ পাঁচ লাখ টাকা বা তদূর্ধ্ব লেনদেনের ভাউচার জমা দিতে হবে।
এছাড়া যদি কারও নামে ব্যাংক হিসাব না থাকে বা পূর্বে ছিল কিন্তু এখন বন্ধ, সেটিও বিএফআইইউকে জানাতে হবে।
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
২০২৪ সালের ২২ আগস্ট, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি ও সাবেক কর্মকর্তাদের আর্থিক কার্যক্রম তদন্তাধীন রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বিএফআইইউ।