শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে তাদের সাহস আসে কোথা থেকে?

স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর সেনানায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করার মতো ধৃষ্টতা কারা দেখাচ্ছে এই প্রশ্ন এখন সারাদেশের দেশপ্রেমিক মানুষের মুখে মুখে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের ছবি টানাটানি, অপমান ও বিকৃত উপস্থাপনার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব।
এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে এম আবু তাহের। তিনি বলেছেন, "জিয়াউর রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি এ দেশের স্বাধীনতার ইতিহাসের অংশ। তার ছবি নিয়ে অপমানজনক আচরণ মানেই দেশের গৌরবময় ইতিহাসকে অপমান করা। এই ধৃষ্টতাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।"
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
তিনি আরও বলেন, "এনডিপি দেশের ইতিহাস ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা মূলত জাতির চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। দেশের মানুষ এসব বিকৃতচিন্তার অপপ্রচারকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।"
এনডিপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চালানো অব্যাহত অপপ্রচারেরও তীব্র নিন্দা জানিয়ে বলেন, "রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যেভাবে নির্জলা মিথ্যা ছড়ানো হচ্ছে, তা শিষ্টাচারবহির্ভূত এবং চরম অনৈতিক। তারেক রহমানকে হেয় করার অপপ্রয়াস আসলে একটি বিশেষ মহলের দুরভিসন্ধির অংশ, যা জনগণ কখনোই গ্রহণ করবে না।"
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
কে এম আবু তাহের এ সময় দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান, "জিয়ার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
এনডিপি’র পক্ষ থেকে অবিলম্বে এই সকল অপমানজনক কর্মকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সাথে এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চিহ্নিত কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে উচ্চারণ করেন।