ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ৩০ আগস্ট ঢাকায় পৌঁছাবেন। তার সফরে প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাবে অভিবাসন ইস্যু, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতা সম্পর্কেও আলোচনা হবে।সোমবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের এটি প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জর্জিয়া মেলোনি।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অভিবাসন বিষয়ে ইতালি ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে এই সফরে।
এর আগে, ২০২৪ সালের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় সফরকালে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছিল। সেই সফরেই প্রধানমন্ত্রীর আসন্ন সফরের ভিত্তি তৈরি হয়।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সভাপতিত্বে এ সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফরের পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি সম্মেলনে অংশ নিতে রোম সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ছিলেন প্রথম ইতালীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ সফর করেন। জর্জিয়া মেলোনি হতে যাচ্ছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা সফর করছেন।
ইতালির মেলোনি সরকার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তবে বাংলাদেশের সঙ্গে বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে দুই দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে।