আজ রাষ্ট্রীয় শোক বিশেষ প্রার্থনা, এইচএসসি পরীক্ষা স্থগিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়  মঙ্গলবার (২১ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আজকের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও একই নির্দেশনা কার্যকর রয়েছে। সেই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন করল বাংলাদেশ কংগ্রেস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “এই দুর্ঘটনায় শুধু বিমানসেনা নয়, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক দুর্ঘটনা কখনো কাম্য নয়।” তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, “এটি হৃদয়বিদারক দুর্ঘটনা। শোক জানানোর ভাষা আমার জানা নেই।”

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের নেতাকর্মীদের রক্তদান, উদ্ধার কার্যক্রম ও চিকিৎসায় সহায়তার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ডক্টরস উইং ও যুবশক্তিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।

জামায়াতের রফিকুল ইসলাম খান, এলডিপির ড. অলি আহমদ, জাতীয় পার্টির গোলাম মো. কাদের, বিএনপির রুহুল কবির রিজভী, জাপা নেতা মুজিবুল হক চুন্নু, ইসলামি আন্দোলন, জাকের পার্টি, জনতা পার্টি, বাংলাদেশ ন্যাপসহ একাধিক দল পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।

শোক পালনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রে ফর মাইলস্টোন’ হ্যাশট্যাগে শোক প্রকাশ করছেন দেশ-বিদেশের মানুষ। অনেকে প্রোফাইল ছবি পরিবর্তন করে, আবেগঘন বার্তা ও রক্ত সহায়তার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন

সরকার জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত ও সহায়তা প্রদানে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।