৩০০ আসনের ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ৭:১৪ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংরক্ষিত আসনের বাইরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সাধারণ আসনের মধ্যে কমপক্ষে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ভবিষ্যতে নারী প্রার্থীর সংখ্যা ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এ প্রক্রিয়ায় নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রাথমিকভাবে ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের প্রস্তাবও দেয় দলটি।

আরও পড়ুন: বিএনপি নেতৃবৃন্দের শোক, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল

এছাড়া সংলাপে পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য এসেছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “এটি একটি সংসদীয় আইনের অধীনে গঠিত হবে এবং জনগণ স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারবে।”

রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন, “পঞ্চদশ নয়, পঞ্চম সংশোধনীতে থাকা আল্লাহর প্রতি আস্থা, গণতন্ত্র ও জাতীয়তাবাদ পুনঃস্থাপন করতে চাই আমরা।”

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

প্রধানমন্ত্রী পদের মেয়াদসীমা নির্ধারণ প্রসঙ্গে বিএনপি জানায়, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এ বিষয়েও ঐকমত্য এসেছে।

সংলাপে বিএনপিসহ জামায়াতে ইসলামী, সিপিবি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনা পরিচালনা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দার।