অভিযানের নামে লুটপাটের অভিযোগে মাদকের পাঁচ কর্মকর্তা বরখাস্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট ও মাদক ব্যবসায়ীর কাছ থেকে২৩ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধির আওতায় শাস্তিমূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: শাহরিয়ার শারমিন, পরিদর্শক; আবদুল আল মামুন, উপপরিদর্শক (এসআই); জান্নাতুল ফেরদৌস, উপপরিদর্শক (এসআই); আতাউল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই); সোহেল রানা, কনস্টেবল (সিপাই)

এছাড়া অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক (এডি) মারফিয়া আফরোজের বিরুদ্ধে তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

গত ২২ জুন সহকারী পরিচালক মারফিয়া আফরোজের নেতৃত্বে একটি আভিযানিক দল টঙ্গীর দক্ষিণ খাঁপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে রমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে দলটি চেক বইসহ কয়েকটি আইটেম জব্দ করে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ২৩ লাখ টাকার সই করা চেক। তবে, এই চেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত না করে অভিযানের সদস্যরা নিজেরাই তা হেফাজতে রাখেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর বিষয়টি তদন্তে নেমে ডিএনসির পরিচালক (অপারেশনস) বশির আহমেদ এবং অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পান। ৮ জুলাই মারফিয়া আফরোজের গেণ্ডারিয়া অফিস কক্ষ সিলগালা করা হয় এবং বেশ কিছু আলামত জব্দ করা হয়।

পরদিন ৯ জুলাই মারফিয়াসহ অভিযানে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।

ডিএনসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, “মাদকবিরোধী অভিযানে গিয়ে কর্মকর্তাদের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠায় পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মারফিয়া আফরোজের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।”

ডিএনসি সূত্র জানায়, অভিযানে অংশ নেওয়া বাকি সদস্যদের বিরুদ্ধেও তদন্তের আওতায় আনা হতে পারে।