মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে বাসায় গেলেন রিজভী
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছে বিএনপি। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি দল মরহুমার বাসায় যায়।
এ সময় রিজভীর সঙ্গে ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্যসচিব মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএম আবদুর রাজ্জাক, মো. আকতার হোসেন ও এম কফিল উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. জামির হোসেন, মো. মোস্তফা কামাল হৃদয় এবং মো. মনির হোসেন। নেতারা মেহরিন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।





