“নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন”: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের আগামী জাতীয় নির্বাচনের তারিখ সংক্রান্ত ঘোষণা খুব শিগগিরই আসবে। বৃহস্পতিবার বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় তো... জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন।” তিনি জানান, সকল নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ভোটাধিকার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “ভোট দিতে সবাই পারবেন। আমাদের এমন কোনো উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না।” অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “ক্লাসে যখন যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম— কে কে ভোট দিয়েছে? অনেকে হাসাহাসি করত, কেউ কেউ বলত, স্যার ভোট দিয়েছি, তবে দশ-বারোটা! ৯০ শতাংশ বলত তারা কোনোদিন ভোটই দেয়নি। এই দুঃখ আমাদের ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।”

২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, “২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই— এই বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ওই নির্বাচনের অনেক দিক আছে, যেগুলো নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। সাংবাদিকরা যদি এই বিষয়ে খোঁজখবর করেন, অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন।”

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা

তিনি আরও বলেন, “নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। তবে আমি সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চিত করে বলতে পারি, আমাদের সরকারের নিয়ত রয়েছে— বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের। এটা আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলে থাকেন।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।