ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২১শে অগাস্ট পর্যন্ত ভোটাররা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন।

রোববার (১০ আগস্ট) এ তালিকা প্রকাশ করেছে ইসি।

আরও পড়ুন: আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই: এনবিআর

এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তাদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ শে অগাস্ট পর্যন্ত দরখাস্ত দাখিল করা যাবে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে সংগ্রহ করা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা

২৪শে অগাস্টের মধ্যে দাখিলকৃত দরখাস্ত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তির করবেন।

এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১শে অগাস্ট।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১শে অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

এছাড়া ২০০৭ সালের পহেলা জুলাই বা তার আগে জন্ম এমন বাদ পড়া ভোটারদের তালিকা ও কর্তনকৃত মৃত ভোটারদের তালিকা আগামী ১০ই অগাস্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।