রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ অন্যান্য পদে আর কোনো নির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তা নয়, বরং বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে।
নতুন বিধানে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন যে কোনো সরকারি কর্মচারিকে নিয়োগের সুযোগ রাখা হয়েছে। অপরদিকে রাজস্ব আহরণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সরকারি কর্মচারিদের রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: গুমের শিকারদের স্মরণে ‘মায়ের ডাক’-এর মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার
রাজস্ব নীতি বিভাগের আওতায় আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।
এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আওতায় আয়কর, ভ্যাট, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত অনুবিভাগে রাজস্ব আহরণ কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের বিধান রাখা হয়েছে। দুই বিভাগের অন্যান্য অনুবিভাগেও সুনির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন সরকারি কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করার বিধান যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা