জাতীয় পার্টি কো-চেয়ারম্যান: ক্লিন ইমেজের নেতা যোগ দিলে মনোনয়ন পাবেন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৩ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যার বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

মোস্তফা বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন যদি ভালো, শক্তিশালী ও ক্লিন ইমেজের প্রার্থী জাতীয় পার্টিতে যোগ দেন, আমরা অবশ্যই তাদের মনোনয়ন দেব।” তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবদুস সালাম আজাদের

তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, “সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে মব সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জনগণের মনে আশঙ্কা তৈরি হয়েছে। সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনের সুষ্ঠুতা প্রশ্নবিদ্ধ হবে।”

সভায় জাতীয় পার্টির প্রার্থী তালিকা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এছাড়া নেতারা কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে সংঘটিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও বের করেন।

আরও পড়ুন: মহানবীর রাষ্ট্রব্যবস্থা ছাড়া মুক্তি নেই: ইমাম হায়াত

কো-চেয়ারম্যান আরও উল্লেখ করেন, “দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে দল শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে এবং ভোটের অধিকার রক্ষা করবে।”