তেলের ভুয়া খরচে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেল দুদক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়ির জ্বালানি খাতে কোটি টাকার ভুয়া ব্যয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল চার ঘণ্টাব্যাপী নগর ভবনে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নথি জব্দ করা হয় এবং গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: বদরুদ্দীন উমরের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে

দুদক সূত্র জানিয়েছে, তেল খরচ দেখিয়ে অর্থ আত্মসাতের এ ঘটনায় গাড়িচালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনেকেই জড়িত থাকার প্রমাণ মিলেছে।

সহকারী পরিচালক ইকরাম হোসেন বলেন, “গণমাধ্যমে নগর ভবন বন্ধ থাকা অবস্থায় কোটি টাকা তেল খরচের প্রতিবেদন প্রকাশের পর আমরা অভিযান চালাই। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখার সুযোগ

ডিএসসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেছেন, “দুদক অভিযান চালিয়ে অনেকগুলো নথি নিয়ে গেছে।”