স্বাস্থ্য খাতে দুর্নীতির মামলায় ঠিকাদার মিঠু কারাগারে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৬ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য খাতে দুর্নীতির ঘটনায় আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ ঠিকাদার মিঠুকে আদালতে হাজির করা হয়। মামলায় দুদক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত ১৮ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করে মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

এর আগে ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিঠুকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে দুদকের অনুরোধে তাকে সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

মামলার অনুমোদন দুদক দিয়েছে, যেখানে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা–১)–এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি