খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ

অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি আক্তারুজ্জামান ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান, যা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
আরও পড়ুন: নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
এর আগে গত ৩১ আগস্ট অনিয়মের অভিযোগে তাকে ছুটিতে পাঠানো হয়। জেলা জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন।
গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সম্প্রতি বিচারপতি আক্তারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪