বাংলাদেশসহ ভূমিকম্পে কাঁপল ৬ দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ এশিয়ার একটি সীমান্তবর্তী অঞ্চল, যেখান থেকে বাংলাদেশ, ভারতসহ আশপাশের দেশগুলোতে কম্পন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা সবসময় সতর্ক থেকে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে আসছেন।

আরও পড়ুন: সহিংসতা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনী কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে