ড. এম ওসমান ফারুকের সঙ্গে নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের মতবিনিময়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক তাঁর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্দিরা রোডের হোটেল শুকতারায় অনুষ্ঠিত সভায় করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. এম ওসমান ফারুক।

আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ড. ফারুক বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা নয়। করিমগঞ্জ–তাড়াইলের মানুষের কল্যাণের জন্যই আমি বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। আজীবন সকলের মঙ্গলের জন্য কাজ করতে চাই।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রানা ফারুক, চাচাতো ভাই মিসবাহ উদ্দিন টুটুল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা

ড. ফারুক দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে মিথ্যা যুদ্ধপরাধ মামলায় অভিযুক্ত হন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর গত বছরের অক্টোবর মাসে তিনি দেশে ফিরে আসেন।

সম্প্রতি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য নির্বাচিত করেছে। ৫ নভেম্বর তিনি পুনরায় দেশে ফিরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

আগামী ১৫ নভেম্বর করিমগঞ্জ হাইস্কুল মাঠে ও ১৭ নভেম্বর তাড়াইল কলেজ মাঠে সংবর্ধনা সভায় তিনি অংশ নেবেন। নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল বলেন, “সংবর্ধনার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। পৌর এলাকায় প্রায় অর্ধশতাধিক গেইট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা ও মিলনমেলা।”