জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণ: স্বৈরশাসনে ফেরার পথ রুদ্ধ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন।
ভাষণে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে এবং টেকসই হবে।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে কোনো শক্তিই আর বাধাগ্রস্ত করতে পারবে না।
মুহাম্মদ ইউনূস স্মরণ করিয়ে দেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু সেই অধিকার গত পাঁচ দশকে বারবার বাধাগ্রস্ত হয়েছে, জনগণকে বারবার নতুন করে আত্মত্যাগ করতে হয়েছে।
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
চলতি বছর পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণসমাজের নেতৃত্বে সংঘটিত সেই আন্দোলন স্বৈরাচারকে পরাভূত করেছে। একই সঙ্গে বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। “জনগণ সেই দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছে”—বলেন তিনি।





